মুখের মেদ কমাবে হাসি!
বার্তা২৪
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪
মুখে মেদ মানেই যে খারাপ তা নয়। কেউ পছন্দ করেন মুখ নির্মেদ রাখতে, কেউ বা পছন্দ করেন উল্টোটা। দুটোই যে যার মতো করে সুন্দর। কিন্তু পছন্দ-অপছন্দের কথা বাদ দিয়ে অন্য একটা কথা বলাই যায়। মুখের বাড়তি মেদের কারণে হাঁ করে ঘুমানোর প্রবণতা বাড়ে। ফলে দাঁত ও মাড়ির সমস্যার ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই শরীরের মতোই মুখে যাতে মেদ না জমে সে দিকে লক্ষ রাখতে হবে। এর জন্য মুখের কয়েকটি ব্যায়াম করতে পারেন।
মুখে মেদের পরিমাণ বাড়লে ত্বকের বয়সও কিছুটা বেড়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- হাসি
- শরীরের মেদ