কেন ফেরত পাঠানো যায় না বিদেশি অপরাধীদের?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০২

বৈধভাবে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছে অনেক বিদেশি নাগরিক। এদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকের সংখ্যাই বেশি। অনেককে গ্রেফতার করে কারাগারে পাঠানোর পরও বিভিন্ন জটিলতায় ফেরত পাঠানো যাচ্ছে না নিজদেশে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, পাঁচ শতাধিকের বেশি বিদেশি নাগরিক আছে, যাদের বার বার ফেরানো চেষ্টা করেও কোনও সুরাহা হচ্ছে না। অনেকের পাসপোর্ট ও ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। নেই অন্য কাগজপত্রও।

র‍্যাব-সিআইডি সূত্র বলছে, দেশে অপরাধ করা এসব বিদেশিদের বিরুদ্ধে প্রায় দুই শতাধিকের বেশি মামলা রয়েছে। কিছু নিষ্পত্তি হয়েছে। কিছু ঝুলে আছে। ফলে অনেক অপরাধীকে বছরের পর বছর রাখতে হচ্ছে কারাগারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও