মাটির নিচে মিলল হাজার বছর আগের মদের কারখানা!
কয়েক হাজার বছর আগের চিহ্ন এখনও লেগে আছে ইজিপ্টের গায়ে। প্রাচীন মিশর শহর আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে অপার বিস্ময়ের খনি।
এবার সেখানকার মাটি খুঁড়ে পাওয়া গেল বিপুল পরিমাণ মদের ভাণ্ডার। খবর রিপাবলিক ওয়ার্ল্ডর। আজ থেকে হাজার হাজার বছর আগে মদ এভাবে তৈরি করে জমিয়ে রাখার ঘটনায় সাক্ষী হতে পেরে অভিভূত প্রত্নতাত্ত্বিকরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জটিল
- প্রত্নতত্ত্ব
- মদ
- কারখানা