থার্ড আম্পায়ারের অবিশ্বাস্য ভুল, ক্ষতিপূরণ পেল ইংল্যান্ড

বাংলাদেশ প্রতিদিন চেন্নাই/মাদ্রাজ প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৬

আম্পায়ারিংয়ে ভুল হয়। কিন্তু চেন্নাইতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অভূতপূর্ব ঘটনা ঘটল। থার্ড আম্পায়ার অনিল চৌধরী গোটা রিপ্লে না দেখেই আজিংকা রাহানেকে 'নট আউট' ঘোষণা করলেন। ওই রিপ্লে সম্পূর্ণটা দেখলে সিদ্ধান্ত হত তার ঠিক বিপরীত।

জ্যাক লিচের বল রাহানের প্যাডে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো অলি পোপের হাতে গেলে জোরালো আবেদন করেন ইংলিশ ফিল্ডাররা। মাঠের আম্পায়ার নট আউট দিলে রিভিউ নেন জো রুট। রিপ্লেতে দেখা যায়, বল রাহানের ব্যাটে লাগেনি, শুধু প্যাডে লেগে ফিল্ডারের হাতে গেছে। তাই থার্ড আম্পায়ারও নট আউট ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও