![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fbcc4733f-486b-45bd-a05f-4fba7e8a1766%252FWhatsApp_Image_2021_02_13_at_18_31_06.jpeg%3Frect%3D0%252C3%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাঁতারপুলের ভালোবাসা
মাত্রই বিকেএসপিতে ভর্তি হয়েছেন। পড়াশোনা আর অনুশীলনের বাইরে অন্য কিছু কল্পনা করাও মানা। অথচ সেই সোনিয়াকেই কিনা দিনের পর দিন প্রেম নিবেদন করে গেছেন বিকেএসপিরই সাঁতারু আসিফ রেজা!
সোনিয়াও যেহেতু সাঁতারু, তাঁদের পরিচয় পর্বটা সুইমিংপুলেই। পরিচয় থেকে প্রণয়। আসলে কবে, কখন যে একজন আরেকজনের পরিপূরক হয়ে যান, বুঝতেই পারেননি আসিফ–সোনিয়া। পরিণয় পূর্ণতা পেয়েছে বিয়েতে। ৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন সাঁতারপুলের দুই নায়ক–নায়িকা।
- ট্যাগ:
- খেলা
- ভালোবাসা
- সাতাঁর
- প্রেম নিবেদন
- বিকেএসপি