শীত বিদায়ের সঙ্গে উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী হতে চলেছে ভারত

বাংলাদেশ প্রতিদিন ভারত প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৪

ভারতের শেষের পথে শীত। এরই মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারির আভাস দিয়েছে দিল্লির আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপামাত্রা থাকবে যথাক্রমে ২৩.‌৯ ডিগ্রি ও ১০.‌৪ ডিগ্রি সেলসিয়াস। খবর আজকাল এর।

জানা গেছে, রাজধানী দিল্লিতে এমাসের প্রথমে ইতিমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে ৩০ ডিগ্রিতে, যা ২০০৬ সালের পর এই প্রথম। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.‌১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি বেশি। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও