চাপে মিয়ানমার
বেসামরিক শাসন পুনরায় ফিরে দিতে এবং অং সান সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে মিয়ানমারের সামরিক নেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিশেষ অধিবেশেন শুক্রবার মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব গৃহীত হয়। তাতে মিয়ানমারে নির্বিচারে আটক ব্যক্তিদের ছেড়ে দিতে এবং নির্বাচিত সরকার ফিরে আনতে আহ্বান জানানো হয়।
অধিবেশনের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ বলেন, বিশ্ব দেখছে।
তিনি আরও বলেছেন, সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ছাড়াও এক ফেব্রুয়ারি থেকে এখন ৩৫০ জনের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, শিক্ষার্থী এবং দেশটির সাধুরা আছেন।