![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F13%2Fbarishal_ghost.jpg%3Fitok%3DDKhxL5xj)
বরিশালে হোস্টেলে ‘ভূতের’ ভয়, অসুস্থ হয়ে হাসপাতালে চার ছাত্রী
বরিশালে একটি নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলে ‘ভূত আতঙ্কে’ জ্ঞান হারানো ও অসুস্থ চার ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের ভর্তি করা হয়। ওই শিক্ষার্থীরা বরিশাল নগরীর রুপাতলীর জমজম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।
জমজম নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র মেহেদি হাসান বলেন, জমজম ইনস্টিটিউটে পড়াশোনা করতে হলে বাধ্যতামূলকভাবে নার্সিং ও ম্যাটস অনুষদের ছাত্রীদের হোস্টেলে থাকার বিধান রয়েছে। ইনস্টিটিউটের পাঁচতলায় ম্যাটস ও ছয়তলায় নার্সিং অনুষদের ছাত্রীরা থাকেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অসুস্থ
- ভূত
- নার্সিং ইনস্টিটিউট