 
                    
                    রাজধানীতে হাজার বোতল ফেনসিডিলসহ দুজন আটক
রাজধানীতে এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি এনার্জি প্যাক ইলেকট্রনিকস এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার দুজন হলেন নুরে আলম ওরফে লিটন মোড়ল (৪৯) ও চালক মো. সুজন হোসেন (৩০)। এ সময় তাদের কাছে থেকে একটি ট্রাক জব্দ করা হয়। এরই মধ্যে ওই দুজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। 
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- ফেনসিডিলসহ আটক
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                