বলিউড রাজ করবে এই নায়িকারা: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
বলিউড রাজ করবে এই নায়িকারা: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী চলতি বছরে বলিউডে যেসব নায়িকারা দাপট দেখাবেন, তাদের নাম বললেন ভারতের খ্যাতনামা জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি বিনোদন - চ্যানেল আই অনলাইন ১২ ফেব্রুয়ারি,
২০২১ ১৫:২৯ করোনা পরিস্থিতির কারণে গেল বছরের পুরো সময় জুড়েই ছন্দপতন ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বছরের অধিকাংশ সময় চলেনি কোন সিনেমার শুটিং, এমনকি প্রেক্ষাগৃহতেও মুক্তি পায়নি কোন সিনেমা। ফলে বছর জুড়ে সিনেমাতে তেমন সাড়া ফেলতে পারেনি অভিনেতা-অভিনেত্রীরা।