সরকারি পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী ভিক্ষুক, তবুও দুশ্চিন্তা...
জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী নাজমা বেগম বয়স (২৫)। একবার বিয়ে হয়েছিল। কিছুদিন পর স্বামী তাকে রেখে চলে যান। বিধবা মায়ের প্রতিবন্ধী মেয়ে কোনো উপায় না পেয়ে ঢাকায় চলে যান ভিক্ষা করতে। মা আর প্রতিবন্ধী মেয়ে মিলে ভিক্ষা করে জীবনের চাকা ঘুরছিল। সারাদিন ভিক্ষা করে ঢাকার অলিগলি আর বস্তির খুপরিতে কেটে গেছে জীবনের অর্ধেক রাত।
মানুষের বাড়ির উচ্ছিষ্ট খাবার খেয়ে কেটে গেছে দিন। এভাবেই ১৫ বছর পার করে ক্লান্ত নাজমা আর তার মা ফসিরন বেওয়া (৫৫) বাড়ি ফিরে আসার পথ খুঁজছিলেন। ফসিরন বেওয়ার দুই মেয়েই প্রতিবন্ধী। স্বামী মারা গেছেন বহু বছর আগে। ঘরে নেই কোনো ছেলে সন্তান।