![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F98875148-a28a-4227-ad8d-fec0baee4c54%252F09.JPG%3Frect%3D0%252C36%252C1920%252C1008%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দীর্ঘদিনেও বিচার না হওয়ায় সাংবাদিকদের হতাশা
সাগর-রুনি হত্যাকাণ্ডের ৯ বছর পূর্তিতে আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা তাঁদের হতাশার কথা জানান এবং এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সাগর-রুনি হত্যাকাণ্ডের ৯ বছর পূর্তিতে আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা তাঁদের হতাশার কথা জানান এবং এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।