![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2Fjournalist_couple_sagar_runi.jpg%3Fitok%3DjX6jJ2HD)
সাগর-রুনি হত্যা: ৯ বছরেও নেই কোনো অগ্রগতি
আরেকটি নিরাশার বছর কাটাল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনির পরিবার। নয় বছর পেরিয়ে গেলেও ন্যায়বিচার যেন এখনো অনেক দূরেই রয়েছে।
এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্তকারীরা অন্তত ৭৮ বারের মতো সময় চেয়েছেন। কিন্তু, চাঞ্চল্যকর এই হত্যা মামলার কোনো অগ্রগতিই তারা করতে পারেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে ছিলেন তাদের পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র মাহির সারোয়ার মেঘ।
সাগরের মা সালেহা মুনির (৬৯) গতকাল টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, যত সময়ই লাগুক না কেন, তিনি তার পুত্র ও পুত্রবধূ হত্যার বিচার চাইবেন।
‘আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, মুজিব বর্ষেই যাতে সাগর-রুনি হত্যা মামলার বিচারকাজ শেষ হয়, তা নিশ্চিত করতে। এটা একটি মাইলফলক হবে’, বলেন তিনি।