![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnstu-20210211092031.jpg)
কর্তৃপক্ষের উদাসীনতা, পরিচয়হীনতায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিচয়হীনতার ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এক বছরের বেশি সময় ধরে পরিচয়পত্র বানানোর মেশিন নষ্ট থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের আটটি সেমিস্টারের জন্য চার বছরের পরিচয়পত্র দেয়া হয়। কিন্তু সেশনজটের কবলে পড়ে শিক্ষার্থীদের আট সেমিস্টার শেষ করতে পাঁচ বছর বা কখনো তারও বেশি সময় প্রয়োজন হয়। পরিচয়পত্রের মেয়াদ চার বছরে শেষ হয়ে যাওয়ায় বাকি সময় শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।