পুঁজিবাজারে বিনিয়োগ টানতে দুবাইয়ে রোড শো
দেশের পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করতে দুবাইয়ে চার দিনব্যাপী একটি রোড শো শুরু হয়েছে।
মঙ্গলবার দুবাইয়ের পার্ক হায়াতের ক্রিক বলরুমে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক এই রোড শো শুরু হয়েছে। আগামী শুক্রবার রোড শো শেষ হবে।