‘বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর’
আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসােসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলােচনা সভায় তিনি এ কথা বলেন।