হার্ট ভালো রাখবে ডার্ক চকলেট
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৯
                        
                    
                প্রিয়জনের রাগ ভাঙাতে চকলেটের চেয়ে ভালো উপায় আর কিছুই হতে পারে না। স্বাস্থ্যের জন্য বেশ উপকারী চকলেট। বিশেষ করে ডার্ক চকলেট। এতে নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে।
মূলত কোকো গাছের বীজ থেকে চকলেট তৈরি হয়। চকলেট ডে তে প্রিয়জনের কাছ থেকে চকলেট পেয়েছেন নিশ্চয়। এটি শুধু ভালোবাসার প্রকাশ নয়, আপনার প্রতি কেয়ারিংয়েরও বহিঃপ্রকাশ।  
- ট্যাগ:
 - লাইফ
 - চকলেট
 - ডার্ক চকলেট