চীন-ভারত সীমান্ত বিরোধ : কোন দেশ কতবার অন্যের সীমানা টপকেছে? - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯
চীন ও ভারতের মধ্যে চলমান সীমান্ত বিরোধে নতুন মোড় এনে ভারতের একজন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, চীনের চেয়ে ভারত অন্তত পাঁচগুণ বেশিবার সীমান্ত টপকে তাদের দেশের ভেতরে ঢুকেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে - ভারত যে ক্রমাগত সীমান্ত টপকে চীনের ভূখন্ডের ভেতর ঢুকে থাকে এটা আসলে 'অজান্তে' তারই একটা স্বীকারোক্তি। ভারতের এই ধরনের আচরণের ফলেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলেও চীন পাল্টা অভিযোগ করেছে।