খুবির ৩ শিক্ষকের ‘চাকরিচ্যুতির’ আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানাতে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি মো. মুজিবর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ জারি করেন। পাশাপাশি মামলা নিস্পত্তি না হওয়া পযন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আদেশ স্থগিত করে ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।