![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fvaccine_8.jpg%3Fitok%3DvFFNnkjf)
মাসের শেষ দিকে কোভ্যাক্সের ১.৩১ লাখ ডোজ ভ্যাকসিন পাব: স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় চলতি মাসের শেষ দিকে সরকার করোনা ভ্যাকসিনের ১ লাখ ৩১ হাজার ডোজ পাবে।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়া নিয়ে কোনো ঝামেলা নেই এবং ভ্যাকসিন নিয়ে ভীতি দূর হচ্ছে।’
তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।