![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flas-20210209132121.jpg)
বাড়ি ফেরা হলো না কলেজছাত্র সুমনের
নওগাঁর পোরশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুমন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা তেলিপাড়া ঠাকুরনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন নোচনাহার বাজারের আব্দুল মান্নানের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়,
মঙ্গলবার সকালে সুমন মোটরসাইকেল নিয়ে উপজেলার নোচনাহার ছাতনতলী বাজারে যান। বাজারে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিপাড়া ঠাকুরনতলী এলাকায় রাস্তার বাকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান।