তুরাগ ও বুড়িগঙ্গা নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল এবং বিদ্যুৎকেন্দ্র উচ্ছেদে অভিযান চালাতে প্রায় এক মাস আগে চিঠি দিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ অনুসরণ না করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন উল্টো এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা নিতে জাতীয় নদী রক্ষা কমিশনকে চিঠি দিয়েছে। অবৈধভাবে গড়ে তোলা ওই দুটি স্থাপনার মালিক ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আসলামুল হক।
গত ১২ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমানের সই করা চিঠিটি বিআইডব্লিউটিএ এবং ঢাকার জেলা প্রশাসককে পাঠানো হয়। এতে বলা হয়, ‘জাতীয় নদী রক্ষা কমিশনের পত্রের আলোকে জেলা প্রশাসক, ঢাকার সাথে সমন্বয় করে উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.