কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬২ বছরে উষ্ণতম জানুয়ারি দেশে, দাবি ভারতীয় আবহাওয়া দফতরের রিপোর্টে

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১২

২০২১-র জানুয়ারি দেশে ৬২ বছরে উষ্ণতম। এমনই দাবি করল ভারতীয় আবহাওয়া দফতরের রিপোর্ট।

ফেব্রুয়ারির সকালেও মালুম হচ্ছে ঠান্ডা। জানুয়ারিতে তা আর কিছুটা বেশিই ছিল। কিন্তু তবুও এ বছর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা যা ছিল, গত ৬২ বছর ধরে প্রত্যেক জানুয়ারিতে গড় তাপমাত্রা তার থেকে কম ছিল। ভারতীয় আবহাওয়া দফতর পরিসংখ্যান দিয়ে তা দেখিয়েছে। দফতরের তরফে বলা হয়েছে, ‘‘২০২১ সালের জানুয়ারি ৬২ বছর পর উষ্ণতম। ১৯৫৮ সালের পর এই প্রথম।’’

দেশের মধ্যে দক্ষিণ ভারতে এই জানুয়ারি ১২১ বছরে উষ্ণতম। ২০২১-এ জানুয়ারিতে দক্ষিণ ভারত জুড়ে গত তাপমাত্রা ২২.৩৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৯ সালে তা ছিল ২২.১৪ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে তা ছিল ২১.৯৩ ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও