নাটোরে টিকা নিলেই মিলছে শাড়ি-লুঙ্গি আর প্রাইজবন্ড
করোনার টিকা নিলেই নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় উপহার হিসেবে মিলছে শাড়ি, লুঙ্গি ও প্রাইজবন্ড। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কুদ্দুস তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার দিচ্ছেন।
গতকাল রোববার করোনার টিকা দেওয়ার উদ্বোধনী দিনে গুরুদাসপুর উপজেলায় ৪১ জনকে শাড়ি ও লুঙ্গি কেনার জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়েছে এবং বড়াইগ্রাম উপজেলায় ৪০ জনের প্রত্যেককে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে। টিকা গ্রহণের পর এমন উপহার পেয়ে খুশি টিকা গ্রহণকারীরা।