ব্যাংকের লভ্যাংশ ঘোষণার সীমারেখা টানল কেন্দ্রীয় ব্যাংক
দেশের ব্যাংকগুলো শেয়ারধারীদের কত শতাংশ লভ্যাংশ দিতে পারবে, তা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক নগদ ও বোনাস মিলিয়ে শেয়ারধারীদের ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না। গতকাল রবিবার এ–সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
৩০ শতাংশের কম কোন ব্যাংক ঠিক কত শতাংশ লভ্যাংশ দেবে তা নির্ধারণ হবে ওই ব্যাংকের মূলধন কাঠামোর ওপর। এক্ষেত্রে বলা হয়েছে, যেসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাড়তি সময় নেয়নি এবং যাদের মূলধনের পরিমাণ ঝুঁকিভিত্তিক সম্পদের ১৫ শতাংশ বা তার বেশি, সেসব ব্যাংক শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদসহ সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত, তালিকাভুক্ত নয় ও বিদেশি খাতের সব ব্যাংকের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে