কোটিপতি লেপ-তোশকওয়ালা
হবিগঞ্জের ছেলে জাকের জাহান ওরফে শুভ্র ঢাকায় এসেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে। পড়া শেষ করে পুরোপুরি থিতু হয়েছেন ঢাকায়। এখন তিনি ঢাকায় বসে আটটি দেশে অনলাইনে হোম টেক্সটাইল বা ঘরের কাজে ব্যবহৃত পণ্য, যেমন বিছানার চাদর, তোয়ালে, কুশনের কভার, লেপ, তোশক ইত্যাদি জোগান দেন। এভাবে তাঁর আয় মাসে প্রায় দেড় কোটি টাকা। অকপটে নিজের পরিচয় দেন, ‘আমি লেপ-তোশকওয়ালা শুভ্র’ হোম টেক্সটাইল বাংলাদেশের প্রেক্ষাপটে খুব অভিনব ব্যবসা নয়।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তৈরি করছে হোম টেক্সটাইলের পণ্য, বিদেশেও রপ্তানি হয় খুব। বিশ্বের বড় হোম টেক্সটাইল ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পণ্য কিনে নেয়। তবে শুভ্রর ব্যবসার অভিনবত্ব হচ্ছে, তিনি পণ্য বিক্রি করেন বাংলাদেশের একটা নিজস্ব ব্র্যান্ডের নামে, ‘লিভিংটেক্স’।