![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/02/07/bess-070221-01.jpg/ALTERNATES/w640/bess-070221-01.jpg)
বেসের স্পিনে চাপে ভারত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩১
দারুণ বোলিংয়ে সুর বেঁধে দিলেন জফ্রা আর্চার। চমৎকার লাইন-লেংথে বোলিং করে সঙ্গত করলেন ডম বেস। তার স্পিনে প্রথম টেস্টে চাপে পড়ে গেছে ভারত। ৬ উইকেটে ২৫৭ রানে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ওয়াশিংটন সুন্দর ৩৩ ও রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে ব্যাট করছেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ব্যাটিং
- স্পিন জাদু
- বিরাট কোহলি