ইশান্তের দুই উইকেটে প্রেরণা খুঁজছে ভারত
দ্বিতীয় দিনের শেষে আট উইকেটে ৫৫৫ রান ইংল্যান্ডের। স্কোরবোর্ডে এত রানের একটাই অর্থ, ভারতীয় বোলাররা তেমন কোনও দাগই কাটতে পারেননি। বলার মতো ঘটনা একটাই। নিজের ২৪ তম ওভারে ইশান্ত শর্মার দুই বলে জোস বাটলার এবং জোফ্রা আর্চারের ফিরে যাওয়া। সেটাকেই বাড়তি মোটিভেশন ভাবছে টিম ইন্ডিয়া। শনিবার ম্যাচের পর ভারতের স্পিনার শাহবাজ নাদিম বলে গেলেন, 'ইশান্তের উইকেট দুটো খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে এই ধরণের ঘটনা মানসিক ভাবে টিমকে উদ্বুদ্ধ করে।'
জোফ্রার উইকেট নিয়ে ঘরের মাঠে ইশান্ত নিজের একশোতম উইকেটটি পেলেন। ইশান্তের উইকেটের গুরুত্বের ব্যাখ্যা দিয়ে নাদিম বলেন, 'যদি ওই দুটো উইকেট ইশান্ত না পেত, তা হলে বাটলারের মতো ব্যাটসম্যান হয়তো এখনও ক্রিজে থেকে যেত। সেটা হয়নি। এখন যে দু'জন আছে, তারা মূলত বোলার। এ দিক থেকে আমরা স্বস্তিতে আছি।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
সমকাল
| ভারত
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে