ইরাকে আইএসের হত্যাকাণ্ডের শিকার ১০৪ জন ইয়াজিদির দাফন
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসের রাজত্বকালে নিহত ১০৪ সদস্যের দেহাবশেষ ফিরিয়ে এনে দাফন করেছে দেশটির ইয়াজিদি সম্প্রদায়।২০১৪ সালে নিহত এই ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনা হয়, তারপর নিনেভা প্রদেশের সিঞ্জার পর্বতের নিকটবর্তী কোহো গ্রামে দাফন করা হয়; জানিয়েছে বিবিসি।
ওই সময় আইএস উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে হামলা চালিয়ে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল, পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায় এবং ধর্ষণ করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শিকার
- আইএস
- হত্যাকাণ্ড
- দাফন সম্পন্ন