জাল নথিতে হাজার কোটির সম্পত্তি দখল, হাইকোর্টে কোটি টাকা জরিমানা
ভুয়া জন্ম ও নাগরিকত্ব সনদ দাখিল করে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে নেয় জালিয়াত চক্র। সেটি নিম্ন আদালতে ধরা না পড়লেও ধরা পড়েছে উচ্চ আদালতে। পরে নিম্ন আদালতের রায় বাতিল করে দেন হাইকোর্ট। একইসঙ্গে জালিয়াতি চক্রের হোতা মাধব চন্দ্র সাহাকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
জাল জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও সিটি করপোরেশনের নাগরিক সনদপত্র দাখিল করেছিলেন তারা। এসব জাল কাগজপত্র দিয়েই সাভারের গান্ধারীয়া মৌজার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি অবমুক্তির রায় হাসিল করে নেয় ওই জালিয়াত চক্র। তারা জমি দখল করতে পরিচয় দেন বীরেশ চন্দ্র সাহার সন্তান হিসেবে।