২ অক্টোবর পর্যন্ত সময়.., চাক্কা জ্যাম শেষে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি কৃষকদের
এই সময় ডিজিটাল ডেস্ক: চাপ দিয়ে কোনও আলোচনায় বসানো যাবে না। একইসঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনওমতেই আন্দোলনের রাস্তা থেকে সরবেন না কৃষকরা। শনিবার চাক্কা জ্যাম কর্মসূচি শেষে একথা সাফ জানিয়ে দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত (Rakesh Tikait)। এদিন চাক্কা জ্যাম কর্মসূচির শেষে কেন্দ্রের উদ্দেশে কৃষক নেতার হুঁশিয়ারি, '২ অক্টোবর পর্যন্ত সময়। তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা নেবেন। ঘোষণা করবে পরবর্তী কর্মসূচি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.