![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmongla-1-20210206172422.jpg)
মোংলায় প্রতি টন পানি ১০ ডলার
মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়ের অন্যতম উৎস বিশুদ্ধ পানি। বন্দরে আগত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি বন্দর সংলগ্ন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও এসব পানি বিক্রি করা হয়। প্রতি টন পানির দাম ১০ ডলার (প্রায় ৮৪৭ টাকা)।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি থাইল্যান্ড পতাকাবাহী জাহাজে ‘সেনা-৭থ’ ১৫০ টন এবং ২৩ জানুয়ারি পানামা পতাকাবাহী জাহাজে ‘বি এলপিজি সোফিয়াথ’ ৭০ টন পানি সরবরাহ করা।