১০ টেস্ট সেঞ্চুরির মালিক মমিনুল
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সঙ্গে তার ব্যাটিং বন্ধুত্ব আরো দৃঢ় করলেন মমিনুল হক। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পেলেন এখানে বাংলাদেশের টেস্ট অধিনায়ক। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন মমিনুল। ৯টি টেস্ট সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল।
চট্টগ্রাম টেস্টের চতুর্থদিনের প্রথম দুই সেশন বাংলাদেশের তিন’শ ছাড়ানো লিড এবং মমিনুলের সেঞ্চুরি- এই দুই কীর্তিতেই ভাস্মর। সকালটা শুরু করেছিলেন মমিুনল আগের দিনের অপরাজিত ৩৩ রান নিয়ে।
- ট্যাগ:
- খেলা
- সেঞ্চুরি
- মমিনুল ইসলাম