![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F02%2F05%2Fhabiganj-murder-picture.jpg%3Fitok%3Dln_J1ZcZ)
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত
হবিগঞ্জের বাহুবলে দুপক্ষের সংঘর্ষে জামান মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও তিনজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামান মিয়া ওই গ্রামের গেদা মিয়ার ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের জামান মিয়ার সঙ্গে একই গ্রামের সজলু মিয়ার জমিতে পানি সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।