![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fd4163da1-0ba0-454f-a5c0-1f2e38eb8e08%252Fonline_oporadh.jpg%3Frect%3D0%252C38%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কালীগঞ্জে চেতনানাশক প্রয়োগ করে রাতে চোরে নিয়ে গেল সব
বাড়ির পাশে রাতে আয়োজন করা হয়েছিল মাহফিল। সেখান থেকে এসে গতকাল রাত ১২টার দিকে ভাত খেয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির কর্তা সালাহউদ্দিন মোড়ল। আজ শুক্রবার অনেক সকালেও তাঁদের ঘুম ভাঙছিল না।
ছোট মেয়ে তাকিয়ার প্রথম ঘুম ভাঙে। সে বাবা, মা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় চাচা সুবেদ আলী মোড়লকে ডেকে আনে। সুবেদ আলী ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির গ্রিলের দরজার তালা ও গ্রিল কাটা। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো-ছিটানো। অচেতন হয়ে পড়ে রয়েছেন ভাই, ভাবি ও তাঁদের এক মেয়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চেতনানাশক
- চুরির অভিযোগ