করোনাকালের সাত লাখ বিদেশি ওমরাহযাত্রীর নিরাপদ প্রত্যাবর্তন
২০২০ সালে করোনা মহামারি প্রাদুর্ভাবের পর মক্কা ও মদিনাতে থাকা সাত লাখ বিদেশি ওমরাহযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তনে বিশেষ সেবা দিয়েছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বেনটিন এ তথ্য জানিয়েছেন।
সালেহ বেনটিন বলেন, ‘করোনা মহামারি সংক্রমনের পর যখন সৌদির পবিত্র দুই মসজিদ বন্ধ রাখা হয়েছিল তখন মক্কায় ছয় লাখ ও মদিনাতে এক লাখ ওমরাহযাত্রী অবস্থান করছিল।