ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে গাইলেন শ্রেয়া

ইনকিলাব প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬

শ্রেয়া ঘোষাল বলিউড শুধু নয় টলিউডেরও জনপ্রিয় গায়িকা তিনি। শুধু এই দুই জায়গা নয় গোটা দেশের সব ভাষাতেই প্রায় গান গেয়েছেন শ্রেয়া। সকলেই তার গানের জাদুতে পাগল। শ্রেয়া মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহন করেন ১৯৮৪ সালে। ছোট থেকেই গানই তার সবকিছু। শ্রেয়ার একটি ভাই আছে সৌম্যদ্বীপ ঘোষাল। তার ভাইও গান বাজনা নিয়ে থাকেন। তিনি মিউজিক কম্পোজ করেন এবং গিটার বাজান। এবার ভাইয়ের সঙ্গে জুটি বাঁধলেন শ্রেয়া ঘোষাল।

সম্প্রতি ইউটিউবে শ্রেয়া ও সৌম্যদ্বীপের গান 'অঙ্গনা মোরে' মুক্তি পেয়েছে। এই প্রথম তাদের জুটিকে এক সঙ্গে দেখা গেল। গানটি গেয়েছেন শ্রেয়া। কম্পোজ ও মিউজিক করেছেন সৌম্যদ্বীপ। অসাধারণ কোরিওগ্রাফিও করা হয়েছে। গানটির লেখাও ভীষণ ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও