আসামি হতে চাইলেন এক শিক্ষার্থী, এরপর কারাগারে
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনার মামলায় সাফায়েত জামিল নামের এক শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করে লিখিতভাবে বলেছেন, তিনি মামলার আসামি হতে ইচ্ছুক। মামলায় আসামি হিসেবে যেন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আসামি সাফায়াত জামিলের আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।