![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-80682163,imgsize-283404/pic.jpg)
‘ভারতের একতায় ভাঙন ধরানো যাবে না’, রিহানাদের জবাব দিতে আসরে শাহ-সচিনরা
পপস্টার রিহানা, পরিবেশ রক্ষাকর্মী গ্রেটা থুনবার্গরা মুখ খুলেছেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে। এরপরই পালটা আসরে নেমেছে ভারতের বিদেশ মন্ত্রক থেকে অমিত শাহ, সচিন তেন্ডুলকররা।
পপস্টার রিহানা, পরিবেশ রক্ষাকর্মী গ্রেটা থুনবার্গরা মুখ খুলেছেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে। এরপরই পালটা আসরে নেমেছে ভারতের বিদেশ মন্ত্রক থেকে অমিত শাহ, সচিন তেন্ডুলকররা।