আরও মারাত্মক রূপে ফিরবে করোনা? জানতে পড়ুন...

এইসময় (ভারত) যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২

আরও সংক্রমনাত্মক হয়ে উঠেছে কোভিড-১৯ UK ভ্যারিয়েন্ট। গবেষকদের দাবি, করোনাভাইরাসের ওই ভ্যারিয়েন্ট নয়া কায়দায় মিউটেশন শুরু করেছে। এতে আরও বেশি সংক্রমণের আশংকা সৃষ্টি হয়েছে। আদৌ টিকা এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

করোনা ওই নয়া লিনেজের বৈজ্ঞানিক নাম B.1.135। এর আগে দক্ষিণ আফ্রিকায় ওই নতুন পদ্ধতিতে কোভিড-১৯ সংক্রমণের নজির দেখা গিয়েছিল। ব্রিটেনের সরকারি দফতর 'পাবলিক হেলথ ইংল্যান্ড' জানিয়েছে, বর্তমানে করোনা ২ লাখ ১৪ হাজার ১৫৯ জন আক্রান্তের মধ্যে ১১ জনের ওই নতুন মিউটেশন দেখা গিয়েছে। তবে ওই ভ্যারিয়েন্ট বাড়তি ঝুঁকি তৈরি করছে না আপাতত, সে কথাও জানিয়েছে ব্রিটেন সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও