রাজধানীর হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গত ৮ দিনে ৩৪৩ জন কিশোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার থেকে শুরু হওয়া ওই অভিযানে আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) পর্যন্ত চলমান রয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এই তথ্য জানিয়েছেন।
পুলিশ সদর দফতর থেকে দেওয়া তথ্য বলছে, আটক ৩৪৩ জন কিশোরের মধ্যে ২৬৯ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। ৩ জনকে মামলা আর বাকি ৭১ জনকে ডিএমপি অ্যাক্টে জরিমানা করা হয়েছে। সর্বশেষ গতকালকে ৫৪ জনকে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.