কৃষি বিক্ষোভ নিয়ে গ্রেটা, রিহানার পর এবার সরব মিয়া খলিফাও
ব্যারিকেড, পেরেকেও দমছে না আন্দোলনের কণ্ঠস্বর। কৃষি বিরোধী আন্দোলন এবার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে। তরুণী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg), পপস্টার রিহানার (Rihanna) পর এবার কৃষকদের সমর্থনে সরব হলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (Mia Khalifa)। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ অবস্থানের একটি ছবি টুইট করে সমর্থন জানিয়েছেন মিয়া। তাঁর মতে, এই মুহূর্তে দিল্লিতে যা চলছে তা মানবাধিকার লঙ্ঘন।
বুধবার নিজের অফিসিয়াল হ্যান্ডেলে কৃষক বিদ্রোহের যে ছবিটি মিয়া টুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, ‘কৃষকদের মারা বন্ধ করুন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.