![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/paturia-doulatdia-ferri-2102030432.jpg)
পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান পারাপার স্বাভাবিক, চলছে ১৬ ফেরি
স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। চলছে ছোট-বড় ১৬টি ফেরি। এতে পদ্মা নদীর দুই পাড়ে যানবাহনের চাপ থাকলেও তা দ্রুত কমে যাবে। বুধবার সকালে এমনটাই জানিয়েছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান।
তিনি জানান, কনকনে শীত উপেক্ষা করে বিআইডব্লিউটিসির পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ফেরি ও ঘাট স্বাভাবিক রাখতে কাজ করছেন। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটের কর্মচারী মো. রফিক জানান, কয়েকদিনের শীতে রাতে কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল।