দুবাইয়ে বার বন্ধই থাকছে

জাগো নিউজ ২৪ দুবাই প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সব ধরনের বার এবং মদের দোকান বন্ধই থাকছে। সোমবার কর্তৃপক্ষ নতুন এক নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনা অনুযায়ী, চলতি মাসের শেষ পর্যন্ত সেখানকার সব বার এবং মদের দোকান বন্ধ থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ছুটি কাটাতে সেখানে পর্যটকের আনাগোনা বেড়ে যাওয়ার পর থেকেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে নতুন নির্দেশনা অনুযায়ী, বার এবং মদের দোকান বন্ধ থাকবে। অপরদিকে সিনেমা হল এবং বিভিন্ন খেলাধুলার ভেন্যুগুলোতে তাদের ধারণক্ষমতার অর্ধেক লোকের সমাগমের অনুমতি দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও