![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F03%252F24%252F4892afd19071fedbcc83f5ce2d672e61-5e7a3e9f85bfd.jpg%3Frect%3D0%252C22%252C714%252C375%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পোলিও টিকার বদলে খাওয়ানো হয় স্যানিটাইজার
ভারতের মহারাষ্ট্রে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় পোলিও টিকা খাওয়া কর্মসূচি। রাজধানী মুম্বাই থেকে ৭০০ কিলোমিটার দূরে সেদিন ইয়াভাতমাল জেলার একটি গ্রামে পোলিও টিকা খেতে গেলে ১২ শিশুকে খাইয়ে দেওয়া হয় স্যানিটাইজার। এরপরই অসুস্থ হয়ে পড়ে শিশুগুলো। এদের বয়স পাঁচ বছরের নিচে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।