কুড়িগ্রামে প্রচন্ড শীতে থমকে বোরো আবাদ
হিমালয়ের পাদদেশে অবস্থিত কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিস।
প্রচন্ড শৈত্যপ্রবাহে থমকে গেছে মাঠের কার্যক্রম। পিছিয়ে পড়েছে বোরো আবাদ। শ্রমিক সংকটে ভুগছেন কৃষকরা। এদিকে কয়েক দিনের তীব্র ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে বসতবাড়ির শাকসবজি। ঠান্ডায় কাতর ছিন্নমুল মানুষ ভুগছেন শীতবস্ত্রের অভাবে।