![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/02/02/153627mango_pata.jpg)
আম পাতার অজানা কিছু উপকারিতা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬
শীতের পরেই গ্রীষ্মের আগমন ঘটে। সেই সাথে আসে আমের সময়। আম পচ্ছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এমনকি আমের পাতাতেও রয়েছে অনেক গুণাগুণ। এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্য়ান্টিঅক্সিডেন্ট, খনিজ উপদান।
আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপদান থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভাল। চলুন দেখে নেওয়া যাক আম পাতার উপকারিতা। ১. খাওয়ার সময় বার বার হেচকি উঠলে আম পাতা নাকের কাছে ধরুন। এতে করে দ্রুত সমস্যা মিলবে।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য উপকারিতা
- আম পাতা