![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdravid-rahane-20210202143307.jpg)
রাহানেকে নেটে ব্যাট করতে নিষেধ করেছিলেন দ্রাবিড়!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৩
অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল ভারত। সবাই বলাবলি শুরু করেছিল, এই সিরিজে ভারতের অবস্থা হবে খুবই খারাপ। কিন্তু মেলবোর্নে আজিঙ্কা রাহানে দায়িত্ব নেয়ার পরই যেন বদলে যেতে থাকে ভারতীয় দলের চেহারা। ব্যাট হাতে নিজে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি তার দক্ষ নেতৃত্বও ভারতকে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে জয় এনে দিয়েছিল।
আজিঙ্কা রাহানের এমন সাফল্যের রহস্য কী? কিভাবে দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দল নিয়েও অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে আসলেন? কিভাবে ব্যাট হাতেও সফলতার পরিচয় দিলেন?