হলুদ চাষে কৃষকের মুখে হাসি

প্রথম আলো তারাগঞ্জ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এবার হলুদের ফলন বেশ ভালো হয়েছে। প্রতি কেজি কাঁচা হলুদ ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। এ কারণে তাঁরা বেশ খুশি। উপজেলার কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম বলেন, হলুদ হলো লাভজনক ফসল। দিন যতই যাচ্ছে, এখানে হলুদের চাষ ততই বাড়ছে। হলুদ চাষে কোনো ঝুঁকি নেই। খরচও কম লাগে। খেতে কোনো পোকা আক্রমণ করে না। পরিচর্যাও তেমন করা লাগে না।

মেনানগর গ্রামের কৃষক আজাহারুল ইসলাম বলেন, ‘আগোত মুইও খালি ধানের আবাদ করছুনুং। কিন্তু গত বছর পড়ি থাকি উচ্চা জমিতগুলাত হলুদ আবাদ করি ভালোয় লাভ করুছুন। এই জন্যে মুই এ্যালা মোর উচা জমিগুলোত খালি হলুদ আবাদ করোং। এইবার এক একরে হলুদ আবাদ করি লাভ করছুং ৩০ হাজার টাকা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও