পানছড়ির বাবুড়া পাড়ার অনুপম-হিমাংশু ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল। এর আয়োজক ছিল ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদ। ১ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টা থেকে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলা উপভোগের জন্য দুপুর ১২টা থেকে নামে জনশ্রোত। বেলা ২টা থেকে মাঠ দখলে নেয় আনুমানিক পনেরো থেকে বিশ হাজার দর্শক। উপচেপড়া দর্শক দেখে ক্রীড়াপ্রেমীরা জানান,
খাগড়াছড়ি জেলার ইতিহাসে এটা একটা অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে প্রমিলা ফুটবলের পাশাপাশি প্রমিলা রেফারির খেলা পরিচালনাও ছিল বিশেষ আকর্ষণ। এই প্রাণবন্ত খেলায় অংশ নেয় সুদূর রাঙামাটির জেলার জাতীয় দলের খেলোয়াড়রের সমন্বয়ে গড়া কাউখালি সুইলামং ফুটবল একাডেমি বনাম পানছড়ি ফুটবল একাডেমি (প্রমিলা) দল। এতে কাউখালি সুইলামং ফুটবল একাডেমি ৪-০ গোলে জয়লাভ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.